‘ভোটের আগে বিজেপি টাকা বিলিয়ে সাম্প্রদায়িকতা ছড়ানোর চেষ্টা করছে’, মুর্শিদাবাদের বহরমপুরে জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, “কিছু মানুষ নির্বাচনের আগে টাকা খেয়ে সাম্প্রদায়িকতার রাজনীতি করছে। এরা দেশের শত্রু।”
তিনি আরও বলেন, “যারা সাম্প্রদায়িকতার হোলি খেলছে, তারা সাবধান। বিজেপি ভিতরে ভিতরে এদের সঙ্গে যোগাযোগ রাখছে। টাকা দিয়ে সাম্প্রদায়িকতা ফান্ডিং করাচ্ছে। কিন্তু বাংলার মানুষ শান্তিপ্রিয়। মা-মাটি-মানুষের জেলা দাঙ্গাকে প্রশ্রয় দেবে না।”
সভায় মমতা ‘গদ্দার’, ‘কুলাঙ্গার’, ‘পচা শামুক’ শব্দ ব্যবহার করে তীব্র কটাক্ষ করেন। রাজনৈতিক মহলের অনুমান, তিনি নাম না করে তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া হুমায়ুন কবিরকেই নিশানা করেছেন। প্রসঙ্গত, আজই দল থেকে সাসপেন্ড করা হয়েছে হুমায়ুন কবিরকে।
তৃণমূল শিবিরে এই বক্তব্যকে বিজেপি-বিরোধী প্রচারের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে বিরোধীরা বলছে, মমতা আসল ইস্যু থেকে নজর ঘোরাতে চাইছেন। তবে জনসভায় উপস্থিত সাধারণ মানুষকে তিনি সতর্ক করে দেন, “নির্দলদের ভোট দেবেন না। ওরা টাকা খাওয়া দল।”

