কলকাতা: ২১ জুলাই শহিদ দিবসের সভা থেকে বিজেপিকে সরাসরি নিশানা করে তীব্র রাজনৈতিক বার্তা দিলেন তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “২৬-এর বিধানসভা নির্বাচন জিতে দিল্লি থেকে বিজেপিকে ঝেটিয়ে বিদায় করব।” তাঁর এই মন্তব্যে দলীয় কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়ায়, আর রাজনৈতিক মহলে শুরু হয় জোর আলোচনা।
মমতা বলেন, “৩৩ বছর আগে শুরু হওয়া আমাদের এই লড়াই চলবে, যতদিন না দিল্লি থেকে বিজেপিকে উৎখাত করতে পারি।” তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার বাংলার ভাষা, সংস্কৃতি ও অধিকারকে বারবার অপমান করছে। বাংলার মানুষকে ভয় দেখিয়ে, জেলে ভরে গণতন্ত্রকে স্তব্ধ করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
সভা থেকে তিনি আরও বলেন, “বাংলা ভাষায় কথা বললে অ্যারেস্ট করবেন, আর টেলি প্রম্পটার দেখে দুটো বাংলা কথা বলবেন? মনটা বড় করুন। বাংলার মানুষ এসব মানবে না।” ভাষা আন্দোলনের ডাক দিয়ে জানান, ২৭ জুলাই থেকে প্রতি শনি ও রবিবার বাংলা ভাষার উপর ‘সন্ত্রাস’-এর প্রতিবাদে মিটিং-মিছিল হবে।
তৃণমূল নেত্রীর এই বক্তব্যে স্পষ্ট, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে দল সাংস্কৃতিক আত্মপরিচয়, ভাষা-অধিকার এবং কেন্দ্রীয় ‘বঞ্চনা’র বিরুদ্ধে প্রতিরোধকে মূল রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে চলেছে।