#Mamata আগামী ২মে থেকেই স্কুলে গরমের ছুটি! দাবদাহ থেকে বাঁচাতে সিদ্ধান্ত চাইছেন মুখ্যমন্ত্রী। সাধারণ ভাবে মে মাসের মাঝামাঝি সময় থেকে স্কুলে গরমের ছুটি শুরু হয় পশ্চিমবঙ্গে। তবে এবারে তীব্র দাবদাহ চলতে থাকায় ২ মে থেকেই যাতে গরমের ছুটি চালু করে দেওয়া যায় স্কুল শিক্ষা দপ্তরকে সেই পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী।
বুধবার নবান্নের রাজ্যের প্রশাসনিক বৈঠকের মধ্যেই বলেন, ‘স্কুল থেকে ছোটদের ফিরতে খুবই কষ্ট হচ্ছে। তাই আপনারা দেখুন গরমের ছুটি যাতে ২ মে থেকে চালু করে দেওয়া যায়।’ প্রচণ্ড গরমের জন্য স্কুলে গরমের ছুটি এগিয়ে আনা হবে কি না বা অন্য কোনও ব্যবস্থা গ্রহণ করা যায় কি না তা নিয়ে প্রশাসনিক স্তরে আলোচনা চলছিলই। প্রয়োজনে গরমের ছুটি এগিয়ে আনা হবে বলে মঙ্গলবার বিকাশ ভবনে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এরই মধ্যে বুধবার মুখ্যমন্ত্রী জানালেন, তিনি চান ২ মে থেকেই গরমের ছুটি পড়ে যাক।
গরমের তীব্রতায় অসুস্থ হয়ে পড়ল ৩ ছাত্র। উত্তর ২৪ পরগণার দেগঙ্গা প্রাথমিক স্কুলের প্রার্থনা লাইনে দাঁড়িয়ে তিন ছাত্র অসুস্থ পড়ে। এরপর স্কুলের শিক্ষকেরাই তড়িঘড়ি তাদের উদ্ধার করে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে। হাসপাতাল ডাক্তারদের মতে, প্রচণ্ড গরমে তিন শিশু অসুস্থ হয়ে পড়েছে। তাদের স্যালাইন দেওয়া হচ্ছে। ডিহাইড্রেশনের জন্যই বাচ্চারা অসুস্থ হয়েছে বলে দাবি ডাক্তারদের।