ছাগলের মুখ বেঁধে যৌনতার অভিযোগ! থানায় নিয়ে এলেন মহিলা

রোজকার মতই ছাগল চরাতে মাঠে নিয়ে আসা হয়েছিল, কিছুক্ষণ পড়েই যে দৃশ্য দেখলেন, কল্পনাতিত!

দেখা গেল, পাড়ার এক যুবক ছাগলটির সঙ্গে অপকর্মের চেষ্টা করছে। আর সেই নিয়েই অভিযুক্তের সঙ্গে বাকবিতণ্ডা! অগত্যা, ওই ছাগল নিয়েই থানায় ছুটলেন এক মহিলা। এই গণ্ডগোলে নাকি তাঁদের পরিবারের চারজনকে মেরে জখম করেছে পাড়ার ছেলেটি। ঘটনা শুনে তাজ্জব এলাকাবাসীরা। কখনো এমন কথা এলাকার মানুষ এর আগে শোনেননি। ব্যাপক হইচই মালদার হরিশচন্দ্রপুরের তুলসিহাটায়।

থানায় গিয়ে মহিলা জানান, তিনি রোজকার মত ছাগলটিকে মাঠে দিয়ে কিছুক্ষণ পর সেখানে গিয়ে দেখেন এই কাণ্ড! ঝোপের আড়ালে টেনে নিয়ে গিয়ে পাড়ারই এক যুবক তার ছাগলের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে। অভিযুক্ত ছাগল মালিককে দেখতে পেয়ে পালিয়ে যায়। তারপর ঘটনা জানাজানি হওয়ার পর ওই যুবক মদ্যপ অবস্থায় এসে ছাগল মালিক এবং তার পরিবারের উপর চড়াও হয় বলে অভিযোগ। ব্যাপক মারধরও করে। আহত চারজন হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে ছাগলকে নিয়েই হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ করতে যান মালিক। এই ধরনের ঘটনা সামনে আসতে তাজ্জব সকলে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

About The Author