মালদা: নাগরিকত্ব প্রমাণে দাদুর কবরের মাটি নিয়ে হাজির যুবক, মালদায় এসআইআর শুনানি ঘিরে চাঞ্চল্য।
হরিশচন্দ্রপুরে ভোটার তালিকা সংশোধন (SIR) শুনানি ঘিরে চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, নাগরিকত্ব প্রমাণে একাধিক নথি জমা দেওয়ার পরও তা গ্রহণ করা হয়নি। বাধ্য হয়ে সালেক নামে এক যুবক তাঁর পরিবারের সঙ্গে দাদুর কবরের মাটি নিয়ে হাজির হন শুনানি কেন্দ্রে। তাঁর দাবি, “যেভাবে হয়রানি করা হচ্ছে, তাতে নাগরিকত্ব প্রমাণে ডিএনএ টেস্ট করা হোক।”
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানিয়েছে। তাঁদের অভিযোগ, সাধারণ মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে এবং মৌলিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে।
পাল্টা বিজেপি অভিযোগ করেছে, তৃণমূল ইচ্ছাকৃতভাবে মানুষকে বিভ্রান্ত করছে। তাঁদের বক্তব্য, কমিশন নিয়ম মেনে কাজ করছে এবং তৃণমূল রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। স্থানীয় মহলে এই ঘটনা নিয়ে তীব্র আলোড়ন তৈরি হয়েছে। সাধারণ মানুষের প্রশ্ন, নথি জমা দেওয়ার পরও যদি নাগরিকত্ব নিয়ে সন্দেহ থাকে, তবে প্রশাসনিক প্রক্রিয়ার স্বচ্ছতা কোথায়?

