মালদায় প্রধানমন্ত্রীর আগমণের আগে ব্যানার ছেঁড়ার অভিযোগ, বিজেপি-তৃণমূলের রাজনৈতিক সংঘর্ষে উত্তেজনা!
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মালদা সফরের আগেই রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। শুক্রবার রাতে পুরাতন মালদায় তাঁর ছবি সম্বলিত একাধিক ব্যানার ও ফ্লেক্স ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। বিজেপির দাবি, তৃণমূলের কর্মীরা পরিকল্পিতভাবে এই কাজ করেছে। তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।
শনিবার দুপুরে প্রধানমন্ত্রী মালদা টাউন স্টেশনে দুটি বন্দে ভারত স্লিপার ট্রেন উদ্বোধন করবেন। পাশাপাশি অমৃত ভারত সহ মোট ১০টি ট্রেন রাজ্যবাসীর জন্য চালু করবেন। রেলের একাধিক প্রকল্পের উদ্বোধনের পর তিনি পুরাতন মালদার সাহাপুর বাইপাস মাঠে বিজেপির পরিবর্তন সংকল্প সভায় যোগ দেবেন।
প্রধানমন্ত্রীর আগমণকে ঘিরে বিজেপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ তুঙ্গে। তাঁরা সাহাপুর বাইপাস এলাকা জুড়ে মোদীর কাটআউট, ব্যানার ও পোস্টার দিয়ে সাজিয়েছেন। কিন্তু শুক্রবার সকালে দেখা যায়, কয়েকটি ব্যানার ও ফ্লেক্স ছেঁড়া অবস্থায় মাটিতে পড়ে আছে। বিজেপি অভিযোগ করেছে, তৃণমূল ইচ্ছাকৃতভাবে এই কাজ করেছে যাতে জনসভা ও সফরের আবহ নষ্ট হয়।
এদিকে মালদা টাউন স্টেশন চত্তরে চলছে কঠোর নিরাপত্তা। সেনাবাহিনীর হেলিকপ্টারে দুপুর একটা নাগাদ প্রধানমন্ত্রী ঝলঝলিয়া এলাকায় নামবেন। সেখান থেকে গাড়িতে করে যাবেন স্টেশনে। আরপিএফ ও স্নিফার ডগ মোতায়েন করা হয়েছে। রেল বোর্ডের চেয়ারম্যান সতীশ কুমার ও ডিআরএম মনীষ কুমার গুপ্তা নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন। নতুন বন্দে ভারত স্লিপার ট্রেন সপ্তাহে ছয় দিন চলবে। একসঙ্গে ৮০০ যাত্রী যাত্রা করতে পারবেন। ১৮০ কিমি গতিতে মাত্র ১৪ ঘণ্টায় হাওড়া থেকে গোহাটি পৌঁছানো যাবে।

