মালদা: একটি, দুটি নয়! দিল্লি থেকে আসা ফারাক্কা এক্সপ্রেসে অভিযান চালিয়ে উদ্ধার হল একেবারে ২৬৮টি কচ্ছপ। প্রাণী পাচারকারীদের শনাক্ত করতে না পারলেও, এত সংখ্যক কচ্ছপ উদ্ধার হওয়ায় মালদা টাউন স্টেশনে রীতিমতো চাঞ্চল্যে।
জিআরপি সূত্রে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে বুধবার সকাল ৯:৫০-এ ফরাক্কা এক্সপ্রেস মালদা টাউন স্টেশনে ঢোকার আগেই তৈরি ছিলেন রেল পুলিশ। স্টেশন ঢুকতেই তল্লাশি শুরু হয় ট্রেনের একটি জেনারেল কামরায়, সেখান থেকে পাঁচটি ভারী বস্তা উদ্ধার হয়। সেই বস্তার মধ্যেই ছিল ২৬৮টি কচ্ছপ, যার মধ্যে ৮৯টি মৃত অবস্থায় পাওয়া যায়।
জিআরপি প্রাথমিকভাবে মনে করছে, কচ্ছপগুলি উত্তরপ্রদেশ থেকে আনা হয়েছিল, এবং বালুরঘাটে পাচারের পরিকল্পনা ছিল। ঘটনার খবর পেয়ে মালদা বন দপ্তরের ফরেস্ট বিট অফিসার প্রদীপ গোস্বামী স্টেশনে এসে উপস্থিত হন এবং কচ্ছপগুলিকে নিজেদের হেফাজতে নেন।
যদিও কোনও পাচারকারীকে গ্রেপ্তার করা যায়নি, তদন্ত চলছে পাচারের পেছনে থাকা চক্রের হদিস পেতে। একইসঙ্গে, মৃত কচ্ছপগুলির মৃত্যুর কারণ, পরিবহণ পদ্ধতি ও পাচার সংক্রান্ত তথ্য খতিয়ে দেখছে বন দপ্তর।