ভারত-বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন, জেলায় জেলায় বাংলাদেশীদের জন্য হোটেলের দরজা বন্ধ

ভারত-বাংলাদেশ সম্পর্কের অবনতির জেরে এবার মালদা জেলার হোটেল মালিকরা কড়া পদক্ষেপ নিলেন। শিলিগুড়ির পর মালদায়ও বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মালদা জেলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে ভারত সরকারের তরফে বাংলাদেশিদের ভিসা দেওয়া প্রায় বন্ধ হয়ে গিয়েছে। সেই পরিস্থিতিতে হোটেল মালিকরাও তাঁদের থাকার ব্যবস্থা না করার সিদ্ধান্ত নিয়েছেন।

অ্যাসোসিয়েশনের সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, “বাংলাদেশের অস্থির পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। যেহেতু ভিসা দেওয়া হচ্ছে না, আমরা তাঁদের থাকার জন্য কোনও ঘরও দিচ্ছি না। চিকিৎসার জন্য আসা বাংলাদেশিদের ক্ষেত্রে কী হবে, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।”

প্রসঙ্গত, কয়েক মাস ধরে প্রতিবেশী বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা ও অরাজকতার পরিস্থিতি তৈরি হয়েছে। এর জেরে ইন্দো-বাংলা সীমান্তে রেড অ্যালার্ট জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সীমান্তে প্রহরা দ্বিগুণ করা হয়েছে এবং মহদিপুর সীমান্ত দিয়ে দৈনিক বাংলাদেশিদের প্রবেশ প্রায় বন্ধ হয়ে গিয়েছে। আগে যেখানে প্রতিদিন ৩০০–৩৫০ জন বাংলাদেশি আসতেন, এখন সেই সংখ্যা নেমে দাঁড়িয়েছে মাত্র ৩০–৩৫ জনে।

মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সও হোটেল মালিকদের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে। তাঁদের মতে, প্রতিবেশী দেশের অরাজকতা ও ভারত বিরোধী মনোভাবের কারণে এই পদক্ষেপ জরুরি হয়ে পড়েছে।

ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের জেরে মালদায় বাংলাদেশিদের জন্য হোটেলের দরজা বন্ধ করে দিল মালদা জেলা হোটেল মালিকরা। সীমান্তে প্রবেশও কার্যত বন্ধ হয়ে গিয়েছে।

About The Author