মালদাঃ মোদীকে কাছ থেকে দেখার প্রবল ইচ্ছে, হাতে ভর দিয়ে মোদীর সভায় পৌঁছালেন প্রতিবন্ধী তরুণ হাসান আলি! মুখে জয় শ্রীরাম! সে জানাল, মালদার মোথাবাড়ি থেকে সাহাপুর বাইপাস মাঠে আসেন হাসান। পায়ে হাঁটতে না পারলেও হাতের ভরেই নিজের শরীরটাকে টেনে নিয়ে এসেছেন।
মোথাবাড়ির প্রতিবন্ধী তরুণ হাসান আলি শনিবার নিজের অদম্য ইচ্ছাশক্তির জোরে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাস্থলে। দাঁড়িয়ে হাঁটতে না পারলেও, হাতের ভরেই শরীরটাকে টেনে নিয়ে পুরাতন মালদার সাহাপুর বাইপাস মাঠে পৌঁছান তিনি। মুখে ছিল জয় শ্রীরাম ধ্বনি।
প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখার প্রবল ইচ্ছাই তাঁকে এই কঠিন যাত্রায় অনুপ্রাণিত করেছে। স্থানীয়রা জানিয়েছেন, হাসান আলি কার্যত হামাগুড়ি দিয়ে সভাস্থলে পৌঁছান। তাঁর এই দৃঢ় সংকল্পের ছবি ক্যামেরায় ধরা পড়তেই মুহূর্তে ছড়িয়ে পড়ে।
প্রধানমন্ত্রী মোদীর সভা শুরুর আগে এই ঘটনা নজরে আসে। উপস্থিত জনতার অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। হাসানের বক্তব্য, “প্রধানমন্ত্রীকে খুব ভালো লাগে। তাই তাঁকে কাছ থেকে দেখতেই এসেছি।” রাজনৈতিক মহলে এই ঘটনাকে প্রতীকী বার্তা হিসেবে দেখা হচ্ছে। এক প্রতিবন্ধী তরুণের এমন অদম্য প্রচেষ্টা মানুষের মনে গভীর ছাপ ফেলেছে।

