পার্টি অফিস থেকেই প্রেমের শুরু! তৃণমূল কর্মীর স্ত্রীকে নিয়ে পালালেন BJP নেতা

মালদা: পার্টি অফিস থেকেই প্রেমের সূত্রপাত! শেষে তৃণমূল কর্মীর স্ত্রীকে নিয়েই পালিয়ে গেলেন বিজেপি নেতা। এদিকে, দুই ছোট ছোট সন্তানকে ফেলে পালিয়ে যাওয়া স্ত্রীর বিশ্বাসঘাতকতা মানতেই পারছেন না স্বামী। বিবাহ বহির্ভূত এই সম্পর্কের জেরে বিপাকে দুটি পরিবার। মালদার হরিশ্চন্দ্রপুর থানার কৈলাসনগর এলাকার ঘটনা। কাণ্ড জানাজানি হতেই এলাকায় শোরগোল!

 

জানা গেল, স্থানীয় গৃহবধূ ওই মহিলা কদিন ধরেই নাকি নিখোঁজ ছিলেন। তার স্বামী তৃণমূল কর্মী পেশায় টোটো চালক হরিশ্চন্দ্রপুর থানায় স্ত্রীর নিখোঁজের একটি ডায়েরিও করেছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি জানতে পারলেন, তার স্ত্রী এলাকার এক বিজেপি নেতার সঙ্গে পালিয়ে গেছে। যা শুনে হতবাক তিনি। বিশ্বাসই করতে পারছেন না স্ত্রীর এই বিশ্বাসঘাতকতা। কারণ, প্রেম করেই তাদের বিয়ে হয়ে ছিল। বাড়িতে এখন, ছোট ছোট দুই ছেলেমেয়ে রয়েছে। তারপরেও তার স্ত্রী কি ভাবে এই কাজ করতে পারল? সেই ভেবে মাথায় হাত।

 

আরও জানা গেল, তাঁদের বাড়ির ১০০ মিটার দূরেই রয়েছে বিজেপির দলীয় কার্যালয়। সেখানেই আসতেন অভিযুক্ত বিজেপির নেতা। সেখান থেকেই যোগাযোগ এবং পড়ে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। কিন্তু স্বামী টের পাননি কিছুই। অন্যদিকে যার সঙ্গে স্ত্রী পালিয়েছে, সেও বিবাহিত। তার বাড়িতে রয়েছে ছোট্ট‌ একটি সন্তান। বিপাকে পড়েছে সেই পরিবারটিও। 

About The Author