শেষবারের মতো বোনকে দেখতে যাচ্ছিলেন, পথেই ট্রেনের ধাক্কায় মর্মান্তিক পরিণতি দিদির

মালদা: শেষ দেখা আর হলো না—বোনের মৃত্যুর খবরে ছুটে এসে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন দিদি!

শেষবারের মতো বোনকে দেখতে যাচ্ছিলেন। কিন্তু দেখা আর হলো না। যাওয়ার পথেই থেমে গেল জীবন। রবিবার সকালে মালদার ভালুকডাঙ্গা এলাকায় ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা—বোনের মৃত্যুর খবর পেয়ে ছুটে আসা দিদি নূরজাহান বিবি ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন।

নূরজাহান বিবি, বয়স আনুমানিক ৬৫, বাড়ি গাজোল থানার করকচ অঞ্চলের পলাশডাঙ্গা গ্রামে। এদিন সকালে ভালুকডাঙ্গায় তাঁর বোনের মৃত্যু হয়। খবর পেয়ে তিনি বোনের বাড়ির দিকে রওনা দেন। ভালুকডাঙ্গার কাছাকাছি পৌঁছে রেললাইন পার হওয়ার সময় মালদা-বালুরঘাটগামী একটি প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা খবর পেয়ে ছুটে যান ঘটনাস্থলে। সেখানে পৌঁছে তাঁরা মর্মান্তিক দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন। পরে রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় এবং ঘটনার তদন্ত শুরু করে।

একই দিনে দুই বোনের মৃত্যুতে শোকস্তব্ধ ভালুকডাঙ্গা ও পলাশডাঙ্গা। স্থানীয়দের মতে, এমন ঘটনা বহুদিনে দেখেননি তাঁরা—যেখানে মৃত্যু দেখতে এসে নিজেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন একজন।

About The Author