গভীর রাতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ তিন ডাকাতকে গ্রেপ্তার করল পুলিশ হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। উদ্ধার হয়েছে একটি ওয়ান শাটার বন্দুক, দুটি রামদা এবং একটি বুলেট।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় সন্দেহভাজন ৩ জনকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় পুলিশের। জিজ্ঞাসাবাদ করলে তাদের মতলব ধরে ফেলে পুলিশ। এরপর তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র সহ বেশ কিছু ধারালো অস্ত্রপাতি। ডাকাতি করার উদ্দেশ্যে তারা জড়ো হয়েছিল বলে জানা যায়। ধৃত তিন জনের নাম শেখ খলিল (৩৫) বাড়ি হরিশ্চন্দ্রপুর মসজিদ পাড়া, মনোজ রাম (২৩) বাড়ি মনোহরপুর, ও কার্তিক দাস (২২) বাড়ি বারডাঙ্গা এলাকায়। পরদিন দুপুরে চাঁচল মহকুমা আদালতে তোলা হয়েছে ৩জনকে।
হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান, গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে তিন দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হয়। ওদের চাঁচল মহকুমা আদালতে তোলা হয়েছে। দুই দিনের পুলিশি হেফাজতে চেয়ে আবেদন করা হয়েছে।
বিপুল পরিমাণ গাঁজা সমেত একজনকে গ্রেপ্তার করল এসওজি এবং আমবাড়ি ফাঁড়ির পুলিশ। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কে বন্ধুনগর এলাকায় একটি তেলের ট্যাঙ্কার আটক করা হয়। ট্যাঙ্কারে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ৪০০ কেজি গাঁজা। এরপরই চালককে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশি জেরায় জানায গিয়েছে, অসম থেকে বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল বিপুল পরিমাণ গাঁজা। বুধবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে। ধৃতের নাম বিকাশ রায়(২২)। বিহারের শিতলপুরের বাসিন্দা।