Malda: একাধিক জায়গায় দেশী তাজা বোমা উদ্ধার, চাঞ্চল্য

মালদা: জঙ্গল থেকে ব্যাগ ভর্তি দেশী তাজা বোমা উদ্ধার করল পুলিশ। মালদার কালিয়াচক থানার রামনগর এলাকা্র ঘটনায় চাঞ্চল্য। ওই ব্যাগ থেকে দশটি দেশী তাজা বোমা উদ্ধার হয়। অন্যদিকে, মালদার বৈষ্ণবনগরে ১০০টিরও বেশী তাজা বোমা উদ্ধার করে পুলিশ।

শনিবার দুপুরে স্থানীয় কয়েকজন জঙ্গলের মধ্যে ব্যাগটি পড়ে থাকতে দেখেন। উঁকিঝুঁকি মারতেই ব্যাগের মধ্যেই বোমা দেখতে পান। খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে শোরগোল পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার বিশাল পুলিশবাহিনী। বোমা নিষ্ক্রিয় বাহিনী এবং দমকলের একটি ইঞ্জিন তড়িঘড়ি ছুটে যায় সেখানে।

কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, ওই পরিতক্ত জঙ্গলে কারা তাজা বোমা গুলি মজুত করে রেখেছিল সে ব্যাপারে এখনও পরিষ্কার করে কিছু জানা যায়নি। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

অন্যদিকে একই সময়ের মধ্যে বৈষ্ণবনগর থানার কুম্ভিরা মোহনপুর এলাকা থেকে একটি ড্রামে মজুত ১০০টিরও বেশী তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। এত বিপুল পরিমাণ তাজা বোমা কে বা কারা মজুত করে রেখেছিল তা জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। এই বোমা উদ্ধারের ঘটনায় ওই এলাকাতেও তদন্তে যায় বোম স্কট বাহিনীর দল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি বড় ড্রামে এত বিপুল পরিমাণ তাজা বোমা মজুত করে রেখেছিল দুষ্কৃতীরা। মোহনপুর গ্রামের কবরস্থানের পাশে একটি জঙ্গলে লুকানো ছিল এই তাজা বোমা গুলি। এদিন দুপুরে ওই জঙ্গল দিয়ে কিছু মানুষ কাজ সেরে বাড়ি ফেরার সময় পরিত্যক্ত ড্রামটি নজরে আসে। এরপরে বোমা উদ্ধারের বিষয়টি জানা যায়।

About The Author