জলপাইগুড়ি: চুরি করতে এসে স্থানীয়দের হাতে নাতে ধরা পড়ল চোর, জামাই আদর করে চোরকে বসিয়ে খাওয়ালেন বাড়ির মালিক! মেনুতে ছিল মাছের ঝোল, কচুর শাক, ডাল ও লাউ চিংড়ি। এমনই অবাক করা কাণ্ড ঘটেছে মালবাজারের চেল কলোনি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুরে ওই ব্যক্তি বস্তা পিঠে চাপিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। বস্তা এতটাই ভারি, সেটিকে ঠিক ঠাক বইতেই পারছিল না ব্যক্তি। স্থানীয়দের সন্দেহ হওয়াও বস্তা খুলতেই বেড়িয়ে আসে চুরি যাওয়া সামগ্রী। নানা জিনিসের সঙ্গে এলাকার এক মহিলার কিছু ছবি। খবর দেওয়া হয় ওই মহিলা জ্যোৎস্না বর্মণকে। জানা যায়, তার বাড়ি থেকেও জিনিস পত্র চুরি করেছে ওই ব্যক্তি।
এরপর স্থানীয়রা চুরির অভিযোগে ব্যক্তিকে বেঁধে রাখেন। আর এখানেই ঘটল অবাক কাণ্ড। চোরের খিদে পেয়েছিল। তার দুর্দশা দেখে মায়ায় পড়ে যান জ্যোৎস্না। চোর হলেও তো মানুষ! তাই মাছের ঝোল, কচুর শাক, ডাল ও লাউ চিংড়ি দিয়ে ভাত খাওয়ালেন। পড়ে অবশ্য অভিযুক্ত যুবকের বাড়ির লোকজনকে ডেকে তাকে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে এই খবর প্রকাশ্যে আসতেই হইহই পড়ে যায় এলাকাজুড়ে।