মাত্র ২৫ বছর বয়সে ইতিহাস! আলিনগর আসনে বিজেপির হয়ে জয়ী মৈথিলী ঠাকুর

বিহার বিধানসভা নির্বাচনে আলিনগর আসন থেকে বিজেপির প্রার্থী মৈথিলী ঠাকুর জয়ী হয়ে ইতিহাস গড়লেন। মাত্র ২৫ বছর বয়সে তিনি হয়ে উঠলেন রাজ্যের সর্বকনিষ্ঠ বিধায়ক। জনপ্রিয় লোকগায়িকা হিসেবে পরিচিত মৈথিলী এবার রাজনীতির মঞ্চে নিজের জায়গা পাকা করলেন।

নির্বাচনী ফলাফলে দেখা যায়, মৈথিলী ঠাকুর তাঁর প্রতিদ্বন্দ্বী আরজেডি প্রার্থী বিনোদ মিশ্রকে উল্লেখযোগ্য ব্যবধানে পরাজিত করেছেন। আলিনগর আসনে এই প্রথমবার বিজেপির জয় নিশ্চিত হলো। উল্লেখযোগ্যভাবে, এই এলাকা দারভাঙ্গার একটি মুসলিম অধ্যুষিত অঞ্চল, যেখানে এতদিন বিজেপি কখনও জয় পায়নি।

মৈথিলীর রাজনৈতিক যাত্রা শুরু হয়েছে সংগীতের মঞ্চ থেকে। ছোটবেলা থেকেই তিনি লোকগান, ভজন, সুফি ও ভোজপুরি গানে দক্ষতা দেখিয়েছেন। রিয়্যালিটি শো ‘রাইজিং স্টার ইন্ডিয়া’-তে অংশ নিয়ে জাতীয় স্তরে খ্যাতি অর্জন করেন। ইউটিউব ও সামাজিক মাধ্যমে তাঁর জনপ্রিয়তা বিপুল। এবার সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তিনি ভোটারদের আস্থা অর্জন করেছেন।

এই জয়কে কেন্দ্র করে বিজেপি শিবিরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। অন্যদিকে, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তরুণ প্রজন্মের মুখ হিসেবে মৈথিলীর উত্থান বিহারের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে।

About The Author