বিহার ভোটের আগে BJP-তে মৈথিলী ঠাকুর, প্রার্থী হওয়ার সম্ভাবনা

বিহার বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরে যোগ দিলেন জনপ্রিয় লোকগীতি ও ভক্তিমূলক সঙ্গীতশিল্পী মৈথিলী ঠাকুর। মঙ্গলবার পাটনায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ জয়সওয়ালের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে দলে নাম লেখান।

মধুবনী জেলার বাসিন্দা মৈথিলী ঠাকুর অল্প বয়সেই ভোজপুরী ও মৈথিলী গানের মাধ্যমে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। ‘ইন্ডিয়ান আইডল’ ও ‘লিটল চ্যাম্প’-এর মতো রিয়ালিটি শোয়ে তাঁর কণ্ঠশৈলী দর্শকদের মন জয় করে। বর্তমানে তাঁর ইউটিউব ও ইনস্টাগ্রামে মিলিয়ে লক্ষাধিক অনুগামী রয়েছেন।

বিজেপি সূত্রে খবর, আলিনগর কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করা হতে পারে। যদিও মৈথিলী জানিয়েছেন, “ভোটে দাঁড়ানো আমার লক্ষ্য নয়, দল যা সিদ্ধান্ত নেবে, সেটাই মেনে নেব।”

প্রধানমন্ত্রী মোদির প্রশংসায় তিনি আগেও মুখ খুলেছেন। রামমন্দির উদ্বোধনের সময় তাঁর গাওয়া ‘মা শবরী’ গান উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী নিজেই। বিজেপি মনে করছে, সাংস্কৃতিক ও তরুণ ভোটারদের কাছে মৈথিলীর জনপ্রিয়তা দলকে বাড়তি সুবিধা দিতে পারে।

About The Author