Mohua Moitra: প্রাক্তন বিজেডি সাংসদের সঙ্গে বিয়ে সারলেন তৃণমূলের মহুয়া

পুরীর প্রাক্তন বিজেডি সাংসদ পিনাকী মিশ্রের সঙ্গে বিয়ে সারলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বিয়ে হয়েছে গত ৩ মে। যদিও মহুয়ার তরফে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

পুরীর প্রাক্তন সাংসদ পিনাকী মিশ্রের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন বিয়ে সারলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। জার্মানির বার্লিনে বিয়ে সেরেছেন তাঁরা।

৬৫ বছরের পিনাকী এবং ৫১ বছরের মহুয়া দু’জনেরই এটি দ্বিতীয় বিবাহ। জাতীয় সংবাদ মাধ্যমে ছবি দেখিয়ে দাবি করা হয়েছে, তাঁদের বিয়ে হয়েছিল গত ৩ মে। যদিও মহুয়ার তরফে এখনও এই বিয়ে নিয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

মহুয়া দীর্ঘ দিন মার্কিন অর্থলগ্নি সংস্থা ‘জেপি মর্গ্যান অ্যান্ড চেস’-এ কর্মরত ছিলেন। সংস্থার ভাইস প্রেসিডেন্ট হিসেবেও কাজ করেছেন তিনি। সেই সময় ডেনিশ ফিনান্সার লার্স ব্রর্সনের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল মহুয়ার। বিয়েও হয়েছিল তাঁদের। পরে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।

অন্যদিকে, পিনাকীর প্রথম বিয়ে হয়েছিল সংগীতা মিশ্রের সঙ্গে। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। কয়েক বছর আগে তাঁদেরও বিবাহবিচ্ছেদ হয়।

মাঝে মহুয়ার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী জয় অনন্ত দেহাদ্রাই। গোড়ায় তা মধুর থাকলেও পরে পোষ্যের মালিকানা নিয়ে দুজনের সম্পর্ক তিক্ত হয়। জয়-মহুয়ার ঝামেলা থানা পর্যন্ত গড়িয়েছিল।

জয়ের সঙ্গে সম্পর্কে চিঁড় ধরার পর পিনাকীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে মহুয়ার। অবশেষে তাঁর সঙ্গেই গাঁটছড়া বাঁধলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ।

About The Author