Hindi Bolunga: ‘হিন্দি’ বলায় মহারাষ্ট্রে ‘বহিরাগত’ অটোচালককে প্রকাশ্যে মারধর

“ম্যায় হিন্দি বলুঙ্গা” মন্তব্যের জেরে এক অভিবাসী অটোরিকশা চালককে জনসমক্ষে মারধর করেছে উদ্ধব ঠাকরের শিবসেনা এবং রাজ ঠাকরের এমএনএস সমর্থকরা।

পালঘর: “ম্যায় হিন্দি বলুঙ্গা” মন্তব্যের জেরে এক অভিবাসী অটোরিকশা চালককে জনসমক্ষে মারধর করেছে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা (ইউবিটি) এবং রাজ ঠাকরের এমএনএস সমর্থকরা। ঘটনার ভিডিও ভাইরাল হতেই রাজ্যজুড়ে ভাষা-রাজনীতি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

ঘটনাটি সূত্রপাত করে ভিরার রেলস্টেশনের কাছে, যেখানে একজন যাত্রী—ভাবেশ পাডোলিয়া—চালককে মারাঠি ভাষায় কথা বলতে অনুরোধ করেন। চালক প্রতিক্রিয়ায় জানান যে তিনি হিন্দি ও ভোজপুরিতে কথা বলতে পছন্দ করেন। এই ভিডিও প্রকাশ্যে আসার পরই চালকের বিরুদ্ধে “মারাঠি অপমান” এর অভিযোগ তুলে শিবসেনা (ইউবিটি) ও এমএনএস কর্মীরা তাকে জনসমক্ষে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

ভিজ্যুয়াল ফুটেজে দেখা যায়, দলীয় মহিলা কর্মীদের উপস্থিতিতেই চালককে একাধিকবার থাপ্পড় মারা হয় এবং তাকে মহারাষ্ট্রবাসী ও সাংস্কৃতিক আইকনদের কাছে ক্ষমা চাইতে বাধ্য করা হয়।

শিবসেনা (ইউবিটি)-র ভিরার শহর প্রধান উদয় যাদব জানান, “যদি কেউ মারাঠি ভাষা বা মহারাষ্ট্রকে অপমান করে, তাহলে তারা প্রকৃত শিবসেনা স্টাইলে জবাব পাবে। আমরা চুপ করে বসে থাকব না।”

এদিকে পালঘর জেলা পুলিশ জানায়, তারা ভিডিওর সত্যতা যাচাই করছে, তবে এখনো পর্যন্ত কোনো পক্ষ কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি।

এই ঘটনা মহারাষ্ট্রে চলমান ভাষাগত উত্তেজনার অংশ—যার সূচনা ১ জুলাই থানে জেলার একটি ঘটনায়, যেখানে মারাঠিতে কথা বলতে অস্বীকৃতি জানানোর জন্য এক রাস্তার খাবার বিক্রেতাকে চড় মারা হয়। ঘটনায় সাতজন এমএনএস কর্মীকে গ্রেপ্তার করা হয়। ভাষা ঘিরে গর্ব (“অস্মিতা”) এবং আঞ্চলিক পরিচয়ের দাবিতে এরপর বিভিন্ন রাজনৈতিক সংগঠন প্রতিবাদে নামে।

প্রাথমিক বিদ্যালয়ে হিন্দি ভাষা চালু করার প্রস্তাব ঘিরেও বিতর্ক সৃষ্টি হয়েছে, যা মারাঠিপন্থী গোষ্ঠীর প্রতিবাদের মুখে পড়ে।

About The Author