বিয়েবাড়ি থেকে ফেরার পথে বাস দুর্ঘটনা, পুড়ে মৃত্যু ২৬ জনের

মুম্বই: বিয়েবাড়ি থেকে ফেরার পথে মুম্বই-নাগপুর এক্সপ্রেসওয়েতে বাসে ভয়াবহ আগুন লেগে মৃত্যু হল ২৬ যাত্রীর। মৃতদের মধ্যে ৩ শিশুও রয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আট জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংবাদ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে বিয়ের অনুষ্ঠান সেরে মহারাষ্ট্র থেকে পুণের দিকে যাচ্ছিল বাসটি। বাসটিতে প্রায় ৩৩ জন যাত্রী ছিলেন। রাত ২টো নাগাদ বাসটিতে হঠাৎ করে আগুন লেগে যায়। বাসটি একটি খুঁটিতে ধাক্কা মেরে উল্টে যায়। ৩ শিশু সহ ২৬ জনের মৃত্যু হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিণ্ডে এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারবর্গ‌কে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে বাসটি যাত্রীদের নিয়ে ফিরছিল। বাসের ডিজেল ট্যাঙ্ক ফেটে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান। পুলিশের অনুমান, জ্বালানি ট্যাঙ্ক ফেটে যাওয়ার পর বাসটি একটি খুঁটিতে গিয়ে ধাক্কা মারে। এর ফলে বাসটি উল্টে যায়। ভিতরেই আটকা পড়ে যান বাসযাত্রীরা। বাসটিতে ৩৩ জন যাত্রী ছিলেন। ৩ শিশু সহ ২৬ জন মারা গিয়েছেন। অনেকে আহত হয়েছেন। আহতদের বুলধানার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

About The Author