ক্যান্সারের কাছে হার মানলেন ‘কর্ণ’! অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া

ভারতের টেলিভিশন ও চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল নাম, পঙ্কজ ধীর, প্রয়াত হলেন ৬৮ বছর বয়সে। ‘মহাভারত’-এর কর্ণ চরিত্রে তাঁর অভিনয় আজও দর্শকদের মনে গেঁথে আছে।

বহুদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে একবার তা জয় করেছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্যবশত, কয়েক মাস আগে রোগটি আবার ফিরে আসে। চিকিৎসা চললেও শেষপর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি।

পঙ্কজ ধীরের মৃত্যুতে বলিউড ও টেলিভিশন ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও সহ-অভিনেতা অমিত বহেল তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ধীর ছিলেন CINTAA-র প্রাক্তন সাধারণ সম্পাদক।

তিনি ‘চন্দ্রকান্তা’, ‘দ্য গ্রেট মারাঠা’, ‘বড়ো বহু’-র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। সিনেমার জগতে ‘সড়ক’, ‘সোলজার’, ‘বাদশাহ’-র মতো ছবিতে তাঁর উপস্থিতি দর্শকদের মনে রেখাপাত করেছে।

মুম্বইয়ের পবনহংস শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। স্ত্রী অনিতা ধীর একজন কস্টিউম ডিজাইনার, আর ছেলে নিকিতন ধীরও একজন অভিনেতা। পঙ্কজ ধীরের মৃত্যুতে ভারতীয় বিনোদন জগতে এক অপূরণীয় শূন্যতা তৈরি হল।

About The Author