বোনের বিয়ে, ব্রিজ ভেঙ্গে পড়ে দাদার মৃ*ত্যু! PWD-র অফিসারদের শোকজ

ভোপাল: বোনের বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে প্রাণ গেল যুবকের! মধ্যপ্রদেশের নায়াগাঁও এলাকায় সোমবার সকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

জানা গেল, বেয়ারেলি–পিপরিয়া রাজ্য সড়কের উপর নির্মিত একটি পুরনো সেতুর অংশ হঠাৎ ভেঙে পড়ে। সেই সময় সেতু পার হচ্ছিলেন ধোকেরা গ্রামের বাসিন্দা দেবেন্দ্র সিং ধাকড় (৩৫)। তিনি বোনের বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন।

সেতু ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই তাঁর মোটরবাইক নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে ভোপালের এআইআইএমএস-এ স্থানান্তরিত করা হয়। সেখানেই সোমবার রাতে তাঁর মৃত্যু হয়।

এই দুর্ঘটনায় আরও চারজন বাইক আরোহী ও একজন শ্রমিক গুরুতর আহত হন। সেতুর নিচে কাজ করছিলেন আরও ছয়জন শ্রমিক, তাঁরা অল্পের জন্য প্রাণে বেঁচে যান। ঘটনার পর প্রশাসন সেতুটি বন্ধ করে দেয় এবং উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেয়। তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যারা সাত দিনের মধ্যে রিপোর্ট জমা দেবে।

সেতু ভেঙে পড়ার ঘটনায় রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে। বিরোধীরা অভিযোগ করেছে, দুর্নীতি ও অবহেলার ফলেই এই দুর্ঘটনা। সরকারি আধিকারিকরা জানিয়েছেন, সেতুটি ১৯৮০ সালে নির্মিত হয়েছিল এবং দীর্ঘদিন ধরে কাঠামোগত ত্রুটি ছিল।

About The Author