প্রকাশিত হল এবছরের মাধ্যমিকের ফলাফল। এবারের পরীক্ষায় প্রথম হয়েছে কাটোয়ার দেবদত্তা মাঝি। তাঁর প্রাপ্ত নম্বর ৭০০-র মধ্যে ৬৯৭।
মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার ৭৬ দিনের মাথায় রেজাল্ট প্রকাশ করল পর্ষদ। এবার মাধ্যমিকে রাজ্যে প্রথম স্থান অধিকার করেছেন পূর্ব বর্ধমানের কাটোয়া দুর্গাদাস চৌধুরী গার্লস হাইস্কুলের পড়ুয়া দেবদত্তা মাঝি। দেবদত্তা ৯৯.৫৭ শতাংশ নম্বর পেয়েছে। সেরার তালিকায় নেই কলকাতা। এবারও জেলার জয়জয়কার। কৃতিদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
সাফল্যের সঙ্গে পূর্ণ হোক তোমাদের আগামীর প্রত্যেকটি দিন।— Mamata Banerjee (@MamataOfficial) May 19, 2023
শুক্রবার সকাল ১০টায় সাংবাদিক বৈঠক করবে মধ্যশিক্ষা পর্ষদ। ওই সাংবাদিক বৈঠক থেকেই মাধ্যমিকের ফলপ্রকাশ করা হবে। ফলঘোষণা করবেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এ বছরের মাধ্যমিকে বসেছিলেন ৬ লক্ষ ৩৭ হাজার ১০৫ জন। ফেল করেছেন ১ লক্ষের বেশি পরীক্ষার্থী। জেলাভিত্তিক পাশের হারের নিরিখে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর। দ্বিতীয় স্থানে কালিম্পং। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। পশ্চিম মেদিনীপুর রয়েছে চতুর্থ স্থানে।

