Madhyamik: রাজগঞ্জ ব্লকে সম্ভাব্য সেরা বেলাকোবার ঋষভ

বেলাকোবা: মাধ্যমিক পরীক্ষার ফলাফলের নিরিখে রাজগঞ্জ ব্লকে সম্ভাব্য সেরা বেলাকোবা হাই স্কুলের ছাত্র ঋষভ দাস (১৫)। ঋষভের প্রাপ্ত নম্বর ৭০০-র মধ্যে ৬৬৬ (৯৫.১৫%)। বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বরগুলি হল, বাংলায় ৯৬, ইংরেজি ৯০, অঙ্ক ৯৮, ভৌত বিজ্ঞান ৯৮, জীবন বিজ্ঞান ৯৫, ইতিহাস ৯০, ভূগোল ৯৯।

বেলাকোবা কলেজপাড়ার বাসিন্দা ঋষভ। তাঁর বাবা তাপস কুমার দাস জলপাইগুড়ি জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির কর্মচারী হিসেবে কাজ করছেন। মা সুস্মিতা দাস একজন গৃহবধূ। স্কুলে বরাবরই ক্লাসে ফার্স্ট হত ছেলে। ঋষভের ভালো রেজাল্টের ব্যাপারে আশাবাদী ছিলেন তাপসবাবু। ঋষভের দিদি রাজন্যা দাস (২০) বেহালা গভ পলিটেকনিক কলেজ থেকে সাইবার ফরেন্সিক অ্যান্ড ইনফরমেশন সিকিউরিটি নিয়ে পড়ছে। ভাইয়ের দুর্দান্ত রেজাল্টের খবর শুনে খুশি। আগামীতে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়ে ইঞ্জিনিয়ার হতে চায় ঋষভ।

রাজগঞ্জ ব্লকের স্কুলভিত্তিক নাম্বার নিচের তালিকায় দেওয়া হল।

www.rnfnews.in

( স্কুল কর্তৃপক্ষের তরফে প্রাপ্ত নাম্বার জেনে সম্ভাব্য তালিকা এখানে দেওয়া হল, কিছু স্কুলের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি)

About The Author