রাত পোহালেই মাধ্যমিক! সকাল সাড়ে আটটায় পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে পরীক্ষার্থীদের। পরীক্ষার্থীদের যাতে কোনও সমস্যা না হয় সেকারণে পর্যাপ্ত যান বাহনের ব্যবস্থা রাখতে বলেছে প্রশাসন।
অন্যদিকে, কিছু ছাত্রছাত্রীকে প্রত্যন্ত বনবস্তি এলাকা থেকে জঙ্গলের মধ্যে দিয়ে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে। তাই গত বছরের ওই অপ্রতিকর ঘটনার পরে এবছর বন দপ্তরের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই সমস্ত এলাকা থেকে ছাত্রছাত্রীদের গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসা হবে। এক্ষেত্রে বন কর্মীরা নিরাপত্তা দেবেন।
এবারে জলপাইগুড়ি জেলায় মোট ২৫ হাজার ৫০০ জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবেন। যা গত বছরের তুলনায় ৯০০ জন বেশী। যার মধ্যে ১০ হাজার ৭০০ জন ছাত্র এবং ১৪ হাজার ৮০০ জন ছাত্রী রয়েছেন। এবারে জেলায় মোট ৯৫টি পরীক্ষা গ্রহন কেন্দ্র থাকছে। ইতিমধ্যে পরীক্ষার চুড়ান্ত প্রস্তুতি শেষে করা হয়েছে।