Madhyamik: ‘দিদি আছে তো’, পাশ নিয়ে ‘ভাবনা নেই’ অভিভাবকদের

শেষ হল মাধ্যমিক পরীক্ষা। জীবনে বড় পরীক্ষা নিয়ে কমবেশি অনেকেই চিন্তায় থাকেন। নিশ্চিন্ত থাকতে পারেন না বাবা মায়েরাও। তবে এবারে ধরা পড়ল অন্য ছবি। ‘আমরা দিদির সমর্থক ,দিদি ঠিক পাশ করিয়ে দেবে’, পরীক্ষা শেষে এতটাই নিশ্চিন্ত পরীক্ষার্থীর অভিভাবকেরা। উত্তর ২৪ পরগনার বারাসাতে ধরা পড়ল এমন ছবি।

কয়েকজন অভিভাবক এদিন আবীর খেলায় মেটে উঠলেন পরীক্ষা কেন্দ্রের বাইরে। তাদের জিজ্ঞেস করতে সটান উত্তর, ‘দিদি আছে তো, চিন্তা কিসের?’ শুক্রবার পরীক্ষা শেষে দত্তপুকুর কাশিমপুর বালিকা বিদ্যালয়ের সামনে পড়ুয়াদের পাশাপাশি ‘ফুল মস্তিতে’ দেখা যায় তাদের অভিভাবকদেরও।

অন্যান্য বছরেও মাধ্যমিক পরীক্ষা হয় আর মাধ্যমিক পরীক্ষা শেষে উচ্ছ্বাস দেখা যায়, কিন্তু এবারের মত নয়। এবারে এত উচ্ছ্বাসের কারণ জিজ্ঞেস করলে এক পরীক্ষার্থীর মা জানান, ‘দিদি আছে যখন সবাই পাশ। আজ থেকে পার্টি হবে, ফুল মস্তি।’

অনেককেই আবার এও বলতে শোনা গেল, ‘আমরা দিদির সমর্থক, আমাদের ছেলে মেয়েরা পাশ করবেই।’ সামাজিক মাধ্যমে ছড়াছড়ি সেই ভিডিও। অনেকেরই মন্তব্য, এই মানসিক থেকে শিক্ষার করুন দশার প্রমাণ মেলে। বাবা মায়েরাই যদি এমন মনোভাব রাখেন তাহলে বাচ্চারা কি শিখবে?

About The Author