বিডিও তৃণমূলের নেতাদের সঙ্গে ঘুরবেন? কোথায় লেখা আছে? আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা মাদারিহাটের বিডিওকে টেবিল চাপড়ে প্রকাশ্যে ‘হুমকি’ দিলেন, ভিডিও ভাইরাল নেট মাধ্যমে।
সাংসদ অভিযোগ করে বললেন—BDO কেন শুধু তৃণমূল নেতাদের সঙ্গে ঘোরেন। এই ঘটনার ভিডিও ভাইরাল। প্রশাসনিক নিরপেক্ষতা ও জনপ্রতিনিধির আচরণ নিয়ে উঠছে প্রশ্ন।
বিজেপি সাংসদ মনোজ টিগ্গা সম্প্রতি মাদারিহাট বিডিও অমিত চৌরাশিয়াকে প্রকাশ্যে ধমক দেন, অভিযোগ করে বলেন— “তৃণমূল নেতাদের সঙ্গেই থাকতে হবে, ঘুরতে হবে—এই নিয়ম কোথায় লেখা আছে?”
ঘটনার সূত্রপাত ডুয়ার্সে হাতির হানায় মা ও মেয়ের মৃত্যুর পর ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগ ঘিরে। ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য না করার অভিযোগে সাংসদ বিডিও অফিসে হাজির হন। সেখানে তিনি ক্ষিপ্ত হয়ে বিডিওকে আঙুল তুলে, টেবিল চাপড়ে, কড়া ভাষায় তিরস্কার করেন। এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যদিও RNFnews ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করেনি।
সাংসদের অভিযোগ, প্রশাসন পক্ষপাতদুষ্টভাবে কাজ করছে এবং শুধুমাত্র তৃণমূল নেতাদের সঙ্গে সমন্বয় রেখে চলেছে। তিনি প্রশ্ন তোলেন, “একজন সরকারি আধিকারিক কি শুধুই শাসক দলের প্রতিনিধিদের সঙ্গে ঘোরার জন্য বাধ্য?”
তৃণমূলের তরফে সাংসদের আচরণকে ‘দাদাগিরি’ বলে অভিহিত করা হয়েছে। প্রশাসনিক মহলে উদ্বেগ—একজন সাংসদের এমন প্রকাশ্য হুমকি কি সরকারি কর্মীদের নিরপেক্ষতা ও নিরাপত্তা বিঘ্নিত করে না?

