Loksabha Election Result: ফের একবার মোদী সরকার, বলছে এক্সিট পোল

মোদীর শপথ নেয়ার ছবি আবারও দেখতে চলেছে দেশবাসী! তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী। ফের ক্ষমতায় আসছে বিজেপি সরকার। শনিবার ভোট শেষ হতেই সেই আভাস মিলেছে এক্সিট পোলে।

এদিকে, বাংলায় বিজেপির আসন কমতে পারে বলে ধারণা তবে উত্তরে বিশেষ প্রভাব খাটবে না শাসক দল তৃণমূলের। আনুষ্ঠানিক ফল জানতে অপেক্ষা করতে হবে ৪ তারিখের জন্য।

শেষ দফার ভোট পর্ব মিটতেই বিভিন্ন সংবাদ মাধ্যমে যে এক্সিট পোল তথা সমীক্ষা প্রকাশ হয়েছে, তাতে করে বিজেপির এনডিএ জোট লোকসভার আসনে সংখ্যাগরিষ্ঠতা পেতে চলছে।

বিজেপির ৪০০ পারের স্লোগান ধরা থাকলেও সংবাদ মাধ্যমগুলির সমীক্ষা বলছে, বিজেপি ২৫০ থেকে ৩৫০টির মত আসন পেতে চলছে। অন্যদিকে, ইন্ডিয়া জোট ১০০ থেকে ১৫০টির মত আসন পাবে।

পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে বিজেপি বা তৃণমূল, দুই দলেরই সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা থাকছে। যেহেতু উত্তরবঙ্গের আসনগুলি বিজেপির দখলে ছিল, কাজেই কিছু সমীক্ষা পরিবর্তনের কথা বলছে।

এবিপি আনন্দের সি ভোটার বলে, বাংলায় বিজেপির আসন বেশি হবে। তবে রাজনীতির ফলাফল নিয়ে এর আগেও বহু সমীক্ষা মিথ্যে প্রমানিত হয়েছে। কাজেই চূড়ান্ত ফল জানতে ৪ তারিখ পর্যন্ত অপেক্ষা করতেই হবে।

About The Author