জলপাইগুড়ি: রাতের অন্ধকারে রাস্তার ধারে ফাঁকা জায়গায় গাড়ি থামিয়ে বিজেপি নেত্রীর সঙ্গে তৃণমূল নেতার মদ্যপান! ফাঁকা জায়গায় গাড়ি থামিয়ে কি করছেন এত রাতে? প্রশ্ন এলাকাবাসীদের। টাকা দিয়ে রফা করার চেষ্টা তৃণমূল নেতার। এগিয়ে যেতেই প্রকাশ্যে এল ঘটনা। হাতেনাতে ধরলেন এলাকার বাসিন্দারা। ভিডিও ভাইরাল নেট মাধ্যমে। ক্রান্তির ঘটনা।
ভিডিওতে দেখা যাচ্ছে, স্থানীয়রা জিজ্ঞেস করছেন, কি করছেন এত রাতে? এটা কী মদ খাওয়ার জায়গা? গাড়ির দরজা খুলতেই ভেতরে মদের গ্লাস নিয়ে বসে থাকতে দেখা গেল বিজেপি নেত্রীকে। গাড়ির ভিতর থেকেই বলেন, আমরা বসে থাকতেই পারি। অসুবিধার কী আছে? এরপরই উত্তেজনা বাড়তে থাকে। পরিস্থিতি বেগতিক দেখে মদের গ্লাস আড়াল করে কোনওমতে গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করেন ওই বিজেপি নেত্রী। এরপরই এলাকাবাসিদের সঙ্গে ‘রফা’ করার চেষ্টা করতে দেখা যায় তৃণমূল নেতাকে।
কিন্তু নেতার ‘প্রস্তাবে’ রাজি না হয়ে এলাকার যুবকরা জানিয়ে দেন, আমাদের কিছু চাই না। ভিডিও রেকর্ডিং হচ্ছে। স্থানীয় বাসিন্দারা দাবি করেন, এর আগেও তাঁরা বিষয়টি লক্ষ্য করেছেন। বুধবার ওই ভিডিও ভাইরাল হতেই অস্বস্তিতে দুই শিবির। জানা গেল, ভিডিওতে যে তৃণমূল নেতাকে দেখা যাচ্ছে, তিনি জনপ্রতিনিধি। অন্যদিকে, যে নেত্রী বিজেপির মহিলা মোর্চার পদে রয়েছেন। তাঁরা দু’জনেই বিবাহিত।
ওই দুই নেতা-নেত্রীর কাছে বিষয়টি জানতে চাওয়া হয়েছে দলের তরফে। যদিও এনিয়ে তৃণমূলের জেলা সভানেত্রী মহুয়া গোপ বলেন, বিষয়টি জানি না। খোঁজ নেব। বিজেপির জেলা সভাপতি শ্যামল রায়ও বলেন, এমন কোনও ঘটনার কথা জানি না। না জেনে মন্তব্য করতে পারব না।