রাজ্যে ১ ডিসেম্বর থেকে মদের দাম বাড়ছে, বিয়ার থাকছে অপরিবর্তিত

কলকাতা: আবগারি দফতরের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী ১ ডিসেম্বর থেকে রাজ্যে দেশি ও বিদেশি মদের দাম বাড়তে চলেছে। তবে বিয়ারের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গ সরকারের তরফে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলার মদের দোকানে নতুন মূল্য তালিকা পাঠানো হয়েছে এবং পরিবেশক ও খুচরো বিক্রেতাদের তা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, ৭৫০ মিলিলিটার বিদেশি মদের বোতলে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত দাম বাড়বে। পাশাপাশি, ১৮০ মিলিলিটার বোতলে প্রায় ১০ টাকা বৃদ্ধি করা হয়েছে। দেশি মদের ক্ষেত্রেও ধাপে ধাপে অতিরিক্ত শুল্ক আরোপ করা হচ্ছে। সরকারের দাবি, এই মূল্যবৃদ্ধির ফলে ২০২৫-২৬ অর্থবর্ষে প্রায় ৪,০০০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব সংগ্রহ সম্ভব হবে।

তবে সাধারণ ক্রেতাদের মধ্যে মদের দাম বাড়ানো নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, কেন বিয়ার বাদে অন্য সব ধরনের মদের দাম বাড়ানো হল। আবগারি দফতর জানিয়েছে, বাজারে জোগান স্বাভাবিক রাখতে এবং অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রুখতে নজরদারি আরও বাড়ানো হবে।

About The Author