বেড়াল না চিতাবাঘ! শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি ভবনে ওটা কোন প্রাণী?

দিল্লি: শপথগ্রহণ অনুষ্ঠান চলাকালীন রাষ্ট্রপতি ভবনের সামনে চিতাবাঘের মত একটি প্রাণীর অবয়ব দেখতে পাওয়া নিয়ে হইচই নেট মাধ্যমে। এক নির্বাচিত সাংসদ যখন মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন, ঠিক সেই সময়ে পেছনে ধরা পড়ল প্রাণীর অবয়ব। দেখে মনে হল, যেন একটি চিতাবাঘ হেটে গেল ভবনের সামনে দিয়ে।

রবিবার সন্ধ্যা থেকে বেশ কয়েকঘন্টা চলে প্রধানমন্ত্রী এবং মন্ত্রীমণ্ডলের শপথ অনুষ্ঠান। BJP-র সাংসদ দুর্গা দাস যখন শপথ বাক্য পড়ে সরকারি প্রক্রিয়া সেরে রাষ্ট্রপতির দিকে এগোচ্ছেন, ঠিক সেই মুহূর্তে পেছনে দেখা গেল অদ্ভুত ছবি। দেখে মনে হল, যেন একটি লেপার্ড‌ হেটে গেল পেছন দিয়ে। আজ সকালে সেই ভিডিও সামনে এনেছেন একজন টুইটার ব্যবহারকারী।

তদন্ত করে জানা যায় সেটি চিতাবাঘের মত দেখতে হলেও, সম্ভবত সাধারণ বেড়াল। যা ছায়ার জন্য আরও বড় দেখাচ্ছে। অনুষ্ঠানের আরও একটি দৃশ্যেও ধরা পড়েছিল বেড়ালের ছবি। মনে করা হচ্ছে, সেটিই ওই প্রাণীর ছবি। তবে দুর্গা দাসের শপথ চলাকালীন সেটি চিতাবাঘের মতই দেখতে লাগে। যদিও এই বিষয়ে কোনও সরকারি ঘোষণা করা হয়নি।

About The Author