অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালীন পোস্টার তুলে বিক্ষোভ ‘বাম ছাত্র’দের

৬ জন বিক্ষোভকারীর স্লোগানে ছন্দ হারাল মমতার অক্সফোর্ডের ভাষণ সভা। ‘এই বামেরাই আমাকে মেরে এই অবস্থা করেছিল; কিছু বলার হলে বাংলায় গিয়ে বলুন’, বিক্ষোভকারীদের পাল্টা বার্তা মমতার।


অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালীন আচমকাই ঘরের পেছন থেকে পোস্টার তুলে বিক্ষোভ দেখালেন কয়েক জন পড়ুয়া। পড়ে জানা গেল, তাঁরা Students’ Federation of India – United Kingdom এর ছয় সদস্য। অন্তত এমনটাই জানিয়েছে রাজ্যের বাম নেতারা।

বৃহস্পতিবার অক্সফোর্ডে ভাষণ দেওয়ার সময় শিল্প, স্বাস্থ্য প্রসঙ্গ উঠতেই আরজি কর, টাটা প্রসঙ্গ তোলেন প্রতিবাদীরা। তারপরই বিক্ষোভকারীরা মিথ্যেবাদী, গো ব্যাক স্লোগান দেন। পাল্টা মমতা বলেন, আপনারা বলতেই পারেন তবে এভাবে নয়। আমার সম্মান নাই বা করলেন দেশের সম্মান বজায় রাখুন। পড়ে মেজাজ হারিয়ে একটি ছবি দেখান মমতা। সেখানে আহত অবস্থায় মমতার পুরনো ছবি তুলে ধরেন তিনি। বলতে শোনা যায়, এই বামেরাই আমাকে মেরে এই অবস্থা করেছিল। কিছু বলার হলে বাংলায় গিয়ে বলুন।

এই ব্যাপারে রাজ্যের বাম সংগঠনের তরফে বলা হয়েছে, অক্সফোর্ডে গিয়ে মিথ্যাভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী। তাই SFI-এর ছাত্ররা প্রতিবাদ জানিয়েছে।

About The Author