‘দেশের সেবা করতে’, টেনিস ছেড়ে তৃণমূলে লিয়েন্ডার পেস

টেনিস জীবন থেকে অবসর নিয়ে রাজনীতির মঞ্চে পা রাখলেন লিয়েন্ডার পেস। তাও মমতার হাত ধরে। শুক্রবার গোয়ায় গিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন এই টেনিস তারকা।

শুক্রবার তৃণমূলের মঞ্চে টেনিস তারকাকে দেখে অবাক হয়েছে দেশবাসী। তাঁর এমন পরিকল্পনা ছিল, কেউ সেটা আগে জানতে পারেনি। রাজনীতির মঞ্চে বাড়িয়ে খেলার মাঠ ছাড়ার কথা ঘোষণা করলেন লিয়েন্ডার।

তৃণমূলে যোগ দিয়ে তিনি বলেন, ‘অবসরের পর আমি চাইব এক মহিলা, যিনি বিপুল সাহসে এগিয়ে চলেছেন, তাঁর পাশে দাঁড়াতে। আমি চাইব রাজনীতির মাধ্যমে দেশের মানুষের সেবা করতে। চেষ্টা করব দেশের যুব সমাজের হয়ে কাজ করতে। সেই কারণে আমি দিদির সঙ্গে এসে যোগ দিয়েছি।’ টেনিস তারকার হাতে তৃণমূলের পতাকা তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়, গলায় জড়িয়ে নেন তৃণমূলের উত্তরীয়।

About The Author