মহাত্মা গান্ধীর ১৫২ তম জন্মজয়ন্তীতে খাদি দিয়েই শ্রদ্ধা জানাল ভারতীয় সেনা৷ শনিবার লাদাখে খাদির পতাকা উত্তোলন করা হয়৷ খাদির তৈরি এটি বিশ্বের সর্ববৃহৎ জাতীয় পতাকা৷ আজ সকালে এই পতাকা উত্তোলন করেন লিউটেন্যান্ট গভর্নর আর কে মাথুর৷ পতাকাটির বিশেষত্ব হল এটি উচ্চতায় ২২৫ ফুট আর চওড়ায় ১৫০ ফুট৷ পতাকাটির ওজনই প্রায় হাজার কেজি৷ এত ভারী পতাকাটিকে দড়ি দিয়ে মুড়িয়ে দু’হাজার ফুট উঁচুতে নিয়ে যান আর্মির ৫৭ ইঞ্জিনিয়ার রেজিমেন্টের ১৫০ জন জওয়ান৷ তাতেই তাঁদের দু’ঘণ্টা সময় লেগে যায়৷ পতাকাটি তৈরি করেছেন মুম্বইয়ের খাদি ডায়ার্স এবং পেইন্টার্সের ডি এন ভাট৷ তিনি বলেন, পুরো পতাকাটি খাদি দিয়েই তৈরি৷