কলকাতা: লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নাকি বিজেপির থেকে চুরি করা! শুভেন্দুর এহেন মন্তব্যে তীব্র প্রতিবাদ তৃণমূলের।
ঝাড়গ্রামের জনসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আসলে বিজেপির থেকে চুরি করা। তাঁর বক্তব্যে তিনি বলেন, “এই কর্মসূচি প্রথম চালু হয়েছিল মধ্যপ্রদেশে। বাংলার সরকার বিজেপির প্রকল্প নকল করেছে।”
তৃণমূল কংগ্রেস এই মন্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়েছে। দলের নেতারা পাল্টা বলেন, ২০২১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় সাধারণ গৃহবধূদের আর্থিক স্বচ্ছলতার জন্য লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছিলেন। কেন্দ্রীয় সরকারের উমং পোর্টালেও এই প্রকল্পকে বাংলার ফ্ল্যাগশিপ প্রকল্প হিসেবে দেখানো হয়েছে। তাঁদের দাবি, বিজেপি-শাসিত মধ্যপ্রদেশে ২০২৩ সালে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ‘লাডলি বেহনা যোজনা’ চালু করেন, যা বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের অনুকরণে তৈরি।
তৃণমূলের বক্তব্য, শুভেন্দু অধিকারী ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছেন। তাঁদের অভিযোগ, বিজেপি নেতারা বাংলার জনকল্যাণমূলক প্রকল্পকে খাটো করার চেষ্টা করছেন। তৃণমূলের এক নেতা বলেন, “বাংলার মুখ্যমন্ত্রীকে অনুকরণ করেই অন্য রাজ্যে একই ধরনের প্রকল্প চালু হয়েছে। শুভেন্দু অধিকারী সত্য গোপন করছেন।”
রাজনৈতিক মহলে এই মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিজেপি শিবিরে যদিও দাবি করা হচ্ছে, বাংলার সরকার শুধু রাজনৈতিক প্রচারের জন্য প্রকল্পকে ব্যবহার করছে।

