দার্জিলিং: দার্জিলিয়ের মহাকাল মন্দিরে মেয়েদের জন্য জারি হল নতুন পোশাকবিধি। সিদ্ধান্ত অনুযায়ী, ছোট স্কার্ট বা ছোট পোশাক পরে মহিলাদের মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে না। সম্প্রতি এই নির্দেশিকা মন্দির চত্বরে পোস্টার আকারে টাঙানো হয়েছে, যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
মন্দির কর্তৃপক্ষের দাবি, পবিত্র স্থানের মর্যাদা বজায় রাখতেই এই নিয়ম চালু করা হয়েছে। কমিটির এক সদস্য বলেন, “এটি কোনো নিষেধাজ্ঞা নয়, বরং ধর্মীয় পরিবেশের প্রতি সম্মান জানানো।” নতুন ব্যবস্থায় ছোট পোশাক পরে এলে মহিলারা প্রবেশদ্বারের ‘দান কাউন্টার’ থেকে লম্বা ঘাঘরা বা উপযুক্ত পোশাক নিয়ে পরে মন্দিরে ঢুকতে পারবেন। এই ব্যবস্থা অনেকের কাছে প্রশংসনীয় উদ্যোগ হিসেবেই দেখা দিচ্ছে।
তবে এই সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। একাংশের মত, ধর্মীয় স্থানে শালীন পোশাক মানা উচিত; অন্যদিকে, কেউ কেউ বলছেন— “ভক্তি মন থেকে আসে, পোশাক দিয়ে তা মাপা যায় না।” সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে চলছে তর্ক-বিতর্ক।
দার্জিলিঙের অন্যতম দর্শনীয় ধর্মস্থান মহাকাল মন্দিরে প্রতিদিনই দেশ-বিদেশ থেকে অসংখ্য ভক্ত ও পর্যটক আসেন। ফলে নতুন নিয়ম কার্যকর হওয়ার পর পর্যটকদের প্রতিক্রিয়া এবং মন্দির কর্তৃপক্ষ কতটা কঠোরভাবে এই বিধি প্রয়োগ করতে পারে, সেটিই এখন দেখার বিষয়।

