রাজ্য স্বীকৃতির দাবিকে কেন্দ্র করে উত্তাল লাদাখের রাজধানী। লে-তে বুধবার আন্দোলন হঠাৎই হিংসাত্মক রূপ নিল। ক্ষোভের আগুনে জ্বলল শাসক দল বিজেপির পার্টি অফিস।
পুলিশ গায়ের জোরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে বলে অভিযোগ, তারপরই শুরু হয় ধুন্ধুমার পরিস্থিতি। সংঘর্ষে জড়িয়ে পড়ে আন্দোলনকারী ও পুলিশ—যার নিয়ন্ত্রণ রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের হাতে।
বিক্ষোভকারীদের ক্ষোভ গিয়ে পড়ে কেন্দ্রের শাসকদল বিজেপির উপর। উত্তেজিত জনতা আগুন ধরিয়ে দেয় লে-র বিজেপি অফিসে।
২০১৯ সালে জম্মু ও কাশ্মীরকে বিভক্ত করে লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করে মোদি সরকার। সেই সময় থেকেই লাদাখের বাসিন্দারা পৃথক রাজ্যের স্বীকৃতি ও ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্তির দাবিতে সরব।
বুধবারের সমাবেশে উপচে পড়া ভিড় ছিল। আন্দোলনকারীরা অভিযোগ করেন, পুলিশ পেশি শক্তি প্রয়োগ করেছে, যার ফলে শান্তিপূর্ণ প্রতিবাদ হিংসায় পরিণত হয়। হিমালয়ের কোলে থাকা এই পার্বত্য অঞ্চল আবারও রাজনীতির উত্তাপে জ্বলছে।