বাইকের ধাক্কার পরই চলন্ত বাসে আগুন, মৃত ২০! কুর্নুলে দুর্ঘটনার ভয়াবহতার কারণ কী?

ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে অন্ধ্রপ্রদেশের কুর্নুলে। হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি বেসরকারি ভলভো বাস শুক্রবার ভোর সাড়ে ৩টায় চিন্নাটেকুর গ্রামের কাছে জাতীয় সড়ক ৪৪-এ দুর্ঘটনার কবলে পড়ে।

দুর্ঘটনার সূত্রপাত একটি বাইকের সঙ্গে সংঘর্ষে, যা বাসের নিচে আটকে যায়। কিছুটা দূর এগোনোর পর বাইকটি বিস্ফোরিত হয়, এবং আগুনের স্ফুলিঙ্গ গিয়ে পৌঁছয় বাসের তেলের ট্যাঙ্কে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, বাইকটি বাসের তেলের ট্যাঙ্কে সরাসরি ধাক্কা মারে, যার ফলে ট্যাঙ্কের ঢাকনা খুলে যায় এবং তেলের সংস্পর্শে আগুন ছড়িয়ে পড়ে।

দুর্ভাগ্যজনকভাবে, বাতানুকূল বাসটিতে শর্ট সার্কিট হয়, যার ফলে স্বয়ংক্রিয় দরজা খুলে দেওয়া সম্ভব হয়নি। যাত্রীরা দরজা খুলে বেরোতে পারেননি, অনেকেই জানলা ভেঙে প্রাণ বাঁচান।

বাসে ছিলেন প্রায় ৪০ জন যাত্রী, যাঁদের অধিকাংশই ২৫–৩৫ বছর বয়সী। দুর্ঘটনার সময় তাঁরা ঘুমন্ত ছিলেন। দুই শিশু-সহ বহু যাত্রী আগুনে পুড়ে মারা যান।

বাসের দুই চালক পলাতক, তাঁদের খোঁজে তল্লাশি চলছে। মৃতদের দেহ এতটাই পুড়ে গিয়েছে যে পরিচয় শনাক্ত করাও কঠিন হয়ে উঠেছে।

প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও মুখ্যমন্ত্রী শোকপ্রকাশ করেছেন। মৃতদের পরিবারকে ₹২ লক্ষ এবং আহতদের ₹৫০ হাজার ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।

About The Author