‘শুভেন্দুর ভাষা, নীতির বিরোধী, কিন্তু ওকে দেখে শেখা উচিত’! এবার বিরোধী দলনেতার প্রশংসা করলেন অপসারিত কুণাল।
তৃণমূলে পদ হারিয়ে সুর বদলে গেল কুণাল ঘোষের। দলের তীব্র সমালোচনা করলেও, শুভেন্দুর ভূয়সী প্রশংসা করলেন তিনি। বিরোধী দলনেতা হিসেবে যেভাবে রাজ্যে ঘুরে দলের হয়ে কাজ করে চলেছেন, তাঁকে দেখে তৃণমূল নেতাদের শেখা উচিত বলে মন্তব্য করলেন কুণাল ঘোষ।
বুধবার সকালে উত্তর কলকাতায় দলত্যাগী বিজেপি প্রার্থী তাপস রায়ের সঙ্গে একমঞ্চে দেখা গিয়েছিল তাঁকে। এরপরই দুপুরে পদ থেকে সরিয়ে দেওয়া হয় কুণালকে। এমন ঘটনার পর বেশ অবাক কুণাল দলের ‘মহানুভব’দের সিদ্ধান্ত নিয়ে গতকালই প্রশ্ন তুলেছিলেন। সংবাদ মাধ্যমে কুণাল ঘোষ রাজনৈতিক পারফর্মার হিসেবে শুভেন্দুর প্রশংসা করলেন।