কৃষ্ণনগরে বিসর্জনে পুলিশের লাঠিচার্জ, IC-র মুখে অশালীন ভাষা নিয়ে বিতর্ক

জগদ্ধাত্রী পুজোর বিসর্জন ঘিরে ‘বিশৃঙ্খলা’, কৃষ্ণনগরে পুলিশের ভূমিকায় ক্ষোভ। পুলিশের অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ। শুভেন্দু অধিকারীর তীব্র সমালোচনা, তৃণমূলের পাল্টা প্রতিক্রিয়া।

কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জন ঘিরে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, তার কেন্দ্রে উঠে এসেছে পুলিশের অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ। চকের পাড়া বারোয়ারি পূজা কমিটির সঙ্গে পুলিশের বচসার সময়, শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশ সদস্যরা অশালীন ভাষা প্রয়োগ করেন বলে অভিযোগ। এই আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভিডিও পোস্ট করে দাবি করেন, বিসর্জনের সময় হিন্দুদের উপর পুলিশ অপ্রয়োজনীয় বলপ্রয়োগ করেছে এবং কোতোয়ালি থানার আইসি অমলেন্দু বিশ্বাসের ভাষা থেকেই স্পষ্ট, প্রশাসন কী দৃষ্টিভঙ্গিতে হিন্দুদের দেখে। তাঁর অভিযোগ, পুলিশের ব্যর্থতা ঢাকতে জনগণকে লাঠিপেটা করা হয়েছে।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, প্রতিমা নির্ধারিত স্থানের বাইরে রাখায় অন্যান্য বিসর্জন বিঘ্নিত হয় এবং দায়িত্ব পালনে বাধা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ‘মৃদু লাঠিচার্জ’ করা হয়। মহিলা পুলিশ কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে পূজা কমিটির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

About The Author