জলপাইগুড়ি: সিকিমের হড়পা বানে তিস্তায় ভেসে এসেছে বিস্ফোরক, জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। অনেকগুলি উদ্ধার হলেও এখনও ইতিউতি মর্টার শেল পরে থাকতে পাড়ে বলে অনুমান।
মঙ্গলবার ক্রান্তি এলাকায় নদীর চর থেকে একটি শেল নিষ্ক্রিয় করা হল। পাশাপাশি এবারে দুর্গোৎসব শেষে প্রতিমা নিরঞ্জনের ব্যাপারেও পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপর হয়ে রয়েছেন। যাতে কোনও বিপদ না হয়, সেই কারণে আগেভাগেই ঘাট পরিদর্শনে বেরিয়ে পড়েছেন কর্তারা। মঙ্গলবার ক্রান্তি পুলিশ ফাঁড়ির ওসি মনসুরউদ্দিন এবং জলপাইগুড়ি পিডব্লিউডি আধিকারিক চেংমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘাট পরিদর্শনে আসেন।
প্রসঙ্গত, সিকিমের বন্যায় ভেসে আসা আর্মির বম্ব ও শেল এই সব এলাকায় প্রতিনিয়ত ক্রান্তি পুলিশ ফাঁড়ির উদ্যোগে নিষ্ক্রিয় করা হচ্ছে। আর সেই সব জায়গা গুলিতে প্রতিমা বিসর্জনের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বনের দরকার আছে বলে জানালেন ক্রান্তি পুলিশ ফাঁড়ির ওসি। পুজো উদ্যোক্তারা জানান, প্রশাসনের পরামর্শ মেনে এবারে বিকল্প জলাশয়ে নিরঞ্জন করলেও কোনও সমস্যা নেই।