‘আগে কেউ খোঁজ নিত না, এখন VIP-রা আসছেন’, বিশ্বজয়ের পর ক্রান্তির চোখে নতুন বাস্তবতা

ভোপাল: মাত্র পাঁচ মাস আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। আর আজ বিশ্বজয়ের মুকুট মাথায়। মধ্যপ্রদেশের ছত্রপুর গ্রামের তরুণী ক্রান্তি গৌড় ভারতের মহিলা ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় লিখেছেন। বিশ্বকাপের ট্রফি হাতে নিয়ে তিনি বললেন, “খুবই উত্তেজিত লাগছে। এত অল্প বয়সে এমন অর্জন, এটা আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য।”

এক সাধারণ পরিবার থেকে উঠে আসা ক্রান্তির পথ সহজ ছিল না। অভাব ছিল, কিন্তু স্বপ্নের ঘাটতি ছিল না। মা-বাবার ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, “প্রশিক্ষণ করে বাড়ি ফিরতাম, কিন্তু বাড়িতে বেশি কিছু ছিল না। তবু মা-বাবা সব দিয়ে পাশে থেকেছেন।”

আজ তাঁর গ্রামে উৎসবের আমেজ। আতসবাজি, গান, নাচে ভরে উঠেছে ছত্রপুর। হাসিমাখা চোখে ক্রান্তি বলেন, “আগে কেউ আমাদের খোঁজ নিত না। এখন ভিআইপিরা আসছেন, সাংবাদিকরা আসছেন, সবাই শুভেচ্ছা জানাচ্ছেন। এটা আমাদের সবার জয়।”

তিনি আরও বলেন, “আগে আমাদের ম্যাচে দর্শকশূন্য গ্যালারি থাকত। কিন্তু এবার একটাও আসন খালি ছিল না। মানুষ এখন আগ্রহ দেখাচ্ছেন, সমর্থন দিচ্ছেন। আমি আশা করি, এটা চলতে থাকবে।”

নতুন প্রজন্মের মেয়েদের উদ্দেশে তাঁর বার্তা— “যা-ই হোক, হাল ছেড়ো না। লড়ে যাও। কষ্ট আসবে, কিন্তু লক্ষ্য ভুলে যেও না।” তাঁর চোখে এখন ভবিষ্যতের স্বপ্ন—এই তো শুরু, আরও অনেক কাপ জেতা বাকি!

About The Author