আলাদা ‘কামতাপুর’ রাজ্যের দাবিতে ‘রেল রোকো’, থমকে গেল কলকাতাগামী ট্রেন

ময়নাগুড়ি: আলাদা রাজ্যের দাবীতে উত্তরবঙ্গ জুড়ে ১২ ঘণ্টার ‘রেল রোকো’ কর্মসূচি ‘কামতাপুর পিপল্‌স পার্টি’র। মঙ্গলবার সকাল থেকে শুরু হয় আন্দোলন। জলপাইগুড়ির ময়নাগুড়ি স্টেশনে থমকে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। দাঁড়িয়ে পড়ে অন্যান্য ট্রেনও। দীর্ঘ পাঁচ ঘন্টা রেল অবরোধের পর ঘটনাস্থলে জান রেল আধিকারিক। কথাবার্তার পর অবরোধ উঠে যায়। দীর্ঘ ৫ ঘণ্টা রেল চলাচলে বিঘ্নের কারণে প্রবল অসুবিধায় পড়লেন যাত্রীরা।

মঙ্গলবার কেপিপির তরফে আলাদা ‘কামতাপুর’ রাজ্য এবং ভাষার দাবিতে গোটা উত্তরবঙ্গ জুড়ে ১২ ঘণ্টা ‘রেল রোকো’ আন্দোলনের ডাক দেওয়া হয়। সকাল ছ’টা থেকে রেল রোকো আন্দোলন শুরু হয়। আন্দোলন চলে দীর্ঘ পাঁচ ঘন্টা। অবশেষে আলিপুরদুয়ার ডিভিশনের রেল আধিকারিকেরা ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেন।

সংগঠনের মূল দাবিগুলিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিলে এই অবরোধ তুলে নেন কান্তাপুর স্টেট ডিমান্ড ফোরাম। এরপরে সংগঠনের নির্দেশে পুরো রেললাইন চত্বর ফাঁকা করে দেওয়া হয়। সকাল থেকেই ঘটনাস্থলে মোতায়েন ছিল রেল পুলিশ ও ময়নাগুড়ি থানার বিরাট পুলিশ বাহিনী। অপ্রীতিকর ঘটনা রুখতে মোতায়েন করা হয় রেফ। অবশেষে শান্তিপূর্ণভাবে এই আন্দোলন সফল বলে দাবি করেছেন সংগঠনের নেতৃত্বরা।

About The Author