‘মনে রাখবেন প্রকৃতিটা আমাদের কন্ট্রোলে নেই’, কলকাতা পরিস্থিতি নিয়ে ক্ষোভ মুখ্যমন্ত্রীর

কলকাতায় টানা বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক এলাকা। সোমবার রাত থেকে শুরু হওয়া দুর্যোগে ১২ ঘণ্টা পরেও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। এই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে বলেন, “প্রকৃতিটা আমাদের কন্ট্রোলে নেই।”

তিনি জানান, ১৯৭৮ সালের দুর্যোগকেও ছাপিয়ে গেছে এবারের বৃষ্টি। ডিভিসি-র জলছাড়, অপর্যাপ্ত ড্রেজিং, এবং বাইরের রাজ্যের জল—সব মিলিয়ে দক্ষিণবঙ্গের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়েছেন, আগামী দু’দিন সরকারি-বেসরকারি সব অফিসে কর্মীরা যেন ওয়ার্ক-ফ্রম-হোম করেন। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়েও ছুটি ঘোষণা করা হয়েছে। তাঁর মতে, “মানুষকে বাঁচানোই এখন প্রাথমিক কাজ।”

পাশাপাশি, মেট্রো প্রকল্পের কাজের কারণে নালা-নর্দমা বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ তুলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

  • “মানুষকে বাঁচানোই এখন প্রাথমিক কাজ”—জলমগ্ন কলকাতায় মুখ্যমন্ত্রীর জরুরি বার্তা। আগামী দু’দিন ওয়ার্ক-ফ্রম-হোমের পরামর্শ।

About The Author