দেশের সবচেয়ে নিরাপদ শহরের শিরোপা পেল কলকাতা। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (NCRB)-র সাম্প্রতিকতম রিপোর্ট অনুযায়ী, নিরাপত্তার নিরিখে শীর্ষস্থান ধরে রেখেছে তিলোত্তমা। এই নিয়ে টানা চতুর্থবার কলকাতা এই সম্মান অর্জন করল।
কলকাতা: দেশের শহরগুলির মধ্যে নিরাপত্তার মানদণ্ডে ফের একবার শীর্ষে কলকাতা। জাতীয় অপরাধ পরিসংখ্যান ব্যুরো (NCRB)-র সদ্য প্রকাশিত ২০২৩ সালের রিপোর্ট অনুযায়ী, প্রতি লক্ষ জনসংখ্যায় সবচেয়ে কম সংখ্যক শাস্তিযোগ্য অপরাধের রেকর্ড রয়েছে এই শহরে। পরপর চার বছর ধরে এই সাফল্য ধরে রাখার পিছনে রয়েছে প্রযুক্তির সুচারু প্রয়োগ, রাতের টহলদারি, এবং নাগরিকদের আইনের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব।
২০২৩-এ কলকাতায় প্রতি লক্ষে ৮৩.৯টি অপরাধের ঘটনা নথিভুক্ত হয়েছে, যা দেশের ২০ লক্ষের বেশি জনসংখ্যার শহরগুলির মধ্যে সর্বনিম্ন। অপরদিকে কোচি, দিল্লি ও সুরত রয়েছে তালিকার নিচের দিকে। মহিলাদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রেও কলকাতা তৃতীয় সর্বনিম্ন হার ধরে রেখেছে—২৫.৭টি ঘটনা প্রতি লক্ষে।
রাজ্যের মন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন, এই তথ্য রাজনৈতিক বিরোধীদের অপপ্রচারের জবাব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ‘শূন্য সহনশীলতা’ নীতির কথা বলেছেন, যা বাস্তবেও প্রতিফলিত হয়েছে।
নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিকাঠামো উন্নয়ন, প্রযুক্তি সংযোজন এবং মানবসম্পদের সঠিক ব্যবহার যে কতটা কার্যকর, তার প্রমাণ কলকাতা। শহরের অপরাধের গ্রাফ ২০১৬ থেকে ধারাবাহিকভাবে নিম্নমুখী।