রাতভর মেঘভাঙা বৃষ্টিতে জলবন্দি কলকাতা, দক্ষিণবঙ্গে রেড অ্যালার্ট

কলকাতা: রাতভর টানা ভারী বৃষ্টিতে কার্যত থমকে গেছে কলকাতা শহর। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, মাত্র পাঁচ ঘণ্টায় শহরের বিভিন্ন অংশে ২০০ মিমি-র বেশি বৃষ্টিপাত হয়েছে। গড়িয়ার কামডহরিতে সর্বোচ্চ ২৪৫ মিমি বৃষ্টির রেকর্ড মিলেছে, যা একপ্রকার ‘মেঘভাঙা’ বৃষ্টির সমতুল্য।

সল্টলেক, হাওড়া, নিউটাউন, বালিগঞ্জ, মানিকতলা, সন্তোষপুর, এবং টপসিয়া সহ একাধিক এলাকায় জল জমে গাড়ি চলাচল কার্যত বন্ধ। শহরের নিচু এলাকাগুলিতে জল দাঁড়িয়ে পড়ায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

আলিপুর আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ভোর চারটের সময় কলকাতা পুরসভা লকগেট খুলে জল বের করার চেষ্টা করেছে, তবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি।

বিমানবন্দরে একাধিক ফ্লাইট বিলম্বিত হয়েছে, এবং শহরের গুরুত্বপূর্ণ মোড়ে যানজটের কারণে যাত্রাপথে সময় বেড়েছে দ্বিগুণেরও বেশি। এই অপ্রত্যাশিত আবহাওয়া পরিস্থিতি পুজোর প্রস্তুতিতে বড় ধাক্কা দিতে পারে বলে আশঙ্কা করছেন উদ্যোক্তারা।

  • সেপ্টেম্বরের শেষ সপ্তাহে কলকাতায় রাতভর রেকর্ড পরিমাণ বৃষ্টিতে শহর কার্যত থমকে গেছে। নিচু এলাকাগুলি জলমগ্ন, যানবাহন চলাচলে বিপর্যয়, এবং আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে জারি করেছে রেড অ্যালার্ট।

About The Author