কলকাতার নতুন পুলিশ কমিশনার মনোজ বর্মা, বিনিত গেলেন এসটিএফ-র দায়িত্বে

জুনিয়র ডাক্তারদের সঙ্গে হওয়া বৈঠকে কথা মত কলকাতার পুলিশ মহলে রদবদল করালেন মুখ্যমন্ত্রী। বিনিত গোয়েলের পরিবর্তে নয়া কমিশনার হলেন মনোজ বর্মা। এদিকে বিনিতকে এসটিএফ-র দায়িত্ব দেওয়া হল।

মঙ্গলবার বিকেলেই ব্যাপক রদবদল করা হল কলকাতা পুলিশে।

About The Author