কালীপুজো ও দীপাবলিতে শব্দবাজি রুখতে জিরো টলারেন্স! ১৫ অক্টোবর বৈঠকে বসছেন নগরপাল

কালীপুজো ও দীপাবলিতে শব্দদূষণ রোধে কড়া নজরদারি, ১৫ অক্টোবর বৈঠকে বসছেন পুলিশ কমিশনার। উৎসবে শান্তি বজায় রাখতে প্রস্তুতি তুঙ্গে।

কলকাতা: দুর্গাপুজো নির্বিঘ্নে সম্পন্ন হওয়ার পর এবার কালীপুজো ও দীপাবলিকে কেন্দ্র করে শহরের আইনশৃঙ্খলা ও শব্দদূষণ নিয়ন্ত্রণে বিশেষ প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুলিশ। উৎসবের আনন্দে যেন শব্দবাজির হুলস্থুল না পড়ে, সেই লক্ষ্যেই ১৫ অক্টোবর আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে বসছে এক গুরুত্বপূর্ণ বৈঠক।

কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মার নেতৃত্বে এই বৈঠকে উপস্থিত থাকবেন শহরের সব থানার ওসি, পদস্থ পুলিশ আধিকারিক, কলকাতা পুরসভা, সিইএসসি, দমকল দফতর এবং রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রতিনিধিরা। এছাড়া কলকাতার নামী কালীপুজো কমিটিগুলির দু’জন করে প্রতিনিধি বৈঠকে অংশ নেবেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বৈঠকের মূল উদ্দেশ্য—শব্দবাজি রোধে কঠোর পদক্ষেপ, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে মাইক বাজানোর সময়সীমা নিয়ন্ত্রণ, দূষণ রোধ এবং প্রতিমা বিসর্জন সংক্রান্ত নিয়মাবলি নিয়ে পুজো কমিটিগুলিকে অবগত করা।

কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই দীপাবলির রাতে শব্দদূষণ রোধে ৯০ ডেসিবেল সীমা বেঁধে দিয়েছে। সেই নির্দেশ বাস্তবায়নে এবার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ মোতায়েন, মোবাইল প্যাট্রল ভ্যান এবং ড্রোনের মাধ্যমে নজরদারি বাড়ানো হবে।

লালবাজার সূত্রে খবর, শহরের প্রতিটি থানাকে নির্দেশ দেওয়া হয়েছে নিজ নিজ এলাকায় শব্দদূষণ রোধে সক্রিয় নজরদারি চালাতে। পুলিশ কমিশনার নিজে এই পুরো বিষয়টির অগ্রগতি তদারকি করবেন।

এবারের কালীপুজো ও দীপাবলিতে তাই শহরে থাকবে পুলিশের কড়া নজর—উৎসবের আনন্দে যেন না পড়ে শব্দদূষণ ও বিশৃঙ্খলার ছায়া, সেই লক্ষ্যেই প্রস্তুতি তুঙ্গে।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

About The Author