সন্ধ্যা ৭টার পর চলবে না কোনও লোকাল ট্রেন, বিধিনিষেধের বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল একথা। বিভ্রান্তি তৈরি হতেই সিদ্ধান্ত বদল নবান্নের। সন্ধে ৭টার পরিবর্তে রাত ১০টায় ছাড়বে শেষ লোকাল।
রবিবার বিধিনিষেধের ঘোষণায় জানানো হয়, সন্ধের পর লোকাল ট্রেন চলবে না, এর ফলে তৈরি হয় বিভ্রান্তি। কেউ বলেন সন্ধ্যা ৭টায় দিনের শেষ লোকাল ট্রেন ছাড়বে। আবার কেউ বলছিলেন, ৭টার মধ্যে সব লোকাল ট্রেন গন্তব্যে পৌঁছবে। বিভ্রান্তি মেটাতে সোমবার সন্ধ্যায় নবান্নের এক নির্দেশিকায় সমস্তটা স্পষ্ট করে দেওয়া হল। জানিয়ে দেওয়া হল, সন্ধ্যা ৭টা নয়, তার পরিবর্তে রাত ১০টাতেই ছাড়বে শেষ লোকাল।
এদিকে রাজ্যে বিধিনিষেধ জারি হলেও বদলাইনি চেনা ছবি। স্টেশনে সেই গাদাগাদির ছবি ধরা পড়ল। ট্রেনে ঝুলে যাত্রা করলেন অনেকেই। শিয়ালদা স্টেশনে সন্ধে নামতেই প্রচুর মানুষের ভিড় চোখে পড়ল। রাজ্যে সোমবার থেকে চালু হল আংশিক লকডাউন। বিধি নিষেধ জারি হলেও রাস্তায় অনেকেই বেরোলেন মাস্ক ছাড়াই। সামাজিক দূরত্ববিধি ভেঙ্গে অনেকেই গাদাগাদি করে যাতায়াত করেন। কিছু জায়গায় পুলিশের টহলদারি চোখে পড়ল। তবে বাজার ঘাট, গ্রাম শহরের সেই চেনা ছবিই বলে দিল রাজ্যবাসি যে তিমিরে সেই তিমিরেই। খালি বন্ধ হল স্কুল-কলেজ।
রাজ্যে করোনা সংক্রমণ বাড়তে থাকায় রবিবার রাজ্যের মুখ্যসচিব বিধিনিষেধ ঘোষণা করেন। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত সন্ধ্যা ৭টার পরে লোকাল ট্রেন চলবে না বলে জানানো হয়। ভোর পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন। কিন্তু সন্ধ্যা ৭টায় লোকাল চলাচল বন্ধ মানে ঠিক কী তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। সোমবার সন্ধ্যা হতে না হতেই যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। আর তার আঁচ পেতে না পেতেই সিদ্ধান্ত বদল করল রাজ্য সরকার। নবান্নের পক্ষে জানানো হয়েছে, সোমবার থেকে সন্ধ্যা ৭টা নয়, রাত ১০টায় ছাড়বে শেষ লোকাল।