Kolkata High Court: চিহ্নিত ‘অযোগ্য’ চাকরিপ্রার্থীরা কোনওভাবেই নিয়োগ পরীক্ষায় বসতে পারবে না

‘দাগি’ চাকরিপ্রার্থীদের বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের। SSC-র বিজ্ঞপ্তি কার্যকর থাকবে, তবে ‘দাগি’ প্রার্থীরা নিয়োগপ্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না কোনওভাবেই।

কলকাতা: কলকাতা হাই কোর্ট সোমবার এসএসসি-র ২০২৫ সালের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি ঘিরে একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ জানিয়ে দেয়, ‘দাগি’ বা ‘চিহ্নিত অযোগ্য’ প্রার্থীরা এই নতুন নিয়োগপ্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। এমন প্রার্থীরা যদি ইতিমধ্যেই আবেদন করে থাকেন, সেই আবেদনপত্রও বাতিল করতে হবে।

আনন্দবাজার পত্রিকার তথ্যানুসারে, আদালত স্পষ্টভাবে জানায়, এই নিয়োগপ্রক্রিয়া সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই পরিচালিত হতে হবে। ৩০ মে ২০২৫-এ প্রকাশিত এসএসসি-র বিজ্ঞপ্তিকে ভিত্তি করেই নিয়োগ চালানো যাবে। বিজ্ঞপ্তির অন্যান্য অংশে আদালত হস্তক্ষেপ করেনি। প্রসঙ্গত, ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের পর রাজ্য শিক্ষা দফতর নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে।

তবে মামলাকারীরা অভিযোগ করেন, এই বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী। তাঁদের যুক্তি অনুযায়ী, ২০১৬ সালের বাছাই প্রক্রিয়া ২০১৬ সালের বিধিমালার আলোকে সম্পন্ন হওয়া উচিত এবং সেই বছরকার চাকরিপ্রার্থীদের মধ্য থেকেই নির্বাচন করতে হবে। হাই কোর্টে রাজ্য এবং এসএসসি-র তরফে দাবি করা হয় যে, সুপ্রিম কোর্টের রায়ে ‘চিহ্নিত অযোগ্য’ প্রার্থীদের সম্পর্কে কোনও নির্দিষ্ট নির্দেশ নেই।

যদিও বিচারপতি ভট্টাচার্য এই ব্যাখ্যাকে ‘‘প্রত্যাশিত নয়’’ বলে মন্তব্য করেন এবং নির্দেশ দেন, এই ধরনের প্রার্থীদের নিয়োগপ্রক্রিয়া থেকে বাদ দিতে হবে। ফলে আদালতের রায় অনুযায়ী, এসএসসি-র বিজ্ঞপ্তি কার্যকর থাকবে, তবে ‘দাগি’ প্রার্থীরা কোনওভাবেই নিয়োগপ্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না।

About The Author