কালীপুজোয় সব ধরনের বাজি নিষিদ্ধ! নির্দেশ হাইকোর্টের

কালীপুজো এবং আলোর উৎসবে পোড়ানো যাবে না কোনও বাজি। সে শব্দবাজিই হোক কিম্বা আতসবাজি। দীপাবলিতে সব ধরনের বাজি বিক্রি ও পোড়ানো নিষিদ্ধ করল কলকাতা হাইকোর্ট। বাজি সংক্রান্ত জনস্বার্থ মামলার রায় দিতে গিয়ে এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। নির্দেশ অনুযায়ী, আসছে আলোর উৎসবে শুধুমাত্র প্রদীপ বা মোমবাতি জ্বালানো যেতে পারে তবে কোনও বাজি পোড়ানো যাবে না।

আদালত জানিয়েছে, দীপাবলি, ছট, কিংবা গুরু নানকের জন্মদিনের মতো উৎসব পালন করতে হবে শুধুমাত্র প্রদীপ ও মোমবাতি জ্বেলেই। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যর বক্তব্য অনুযায়ী, ‘করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। এই অবস্থায় বাজি পোড়ানো, বিক্রি করার অনুমতি দেওয়া যাবে না? বৃহত্তর মানুষের স্বার্থের কথা ভেবে এই সিদ্ধান্ত।’

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, বাজি ব্যবহার এবং বাজি বিক্রি দুটো-ই নিষিদ্ধ করেছে আদালত। নির্দেশ অমান্য করলে আইন লঙ্ঘনকারীর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য, বাজি সংক্রান্ত জনস্বার্থ মামলাটি করেছিলেন পরিবেশ কর্মী রোশনি আলি।

About The Author